রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায়
বিদ্যালয়ের সামনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি সদস্য উলিউর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের অভিভাবকসহ প্রায় ২শত লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে লিখত বক্তব্যে বলা হয় যে, প্রধান শিক্ষক কর্মচারীদের সাথে অকারণে অশোভন আচরণ করেন। বিদ্যালয়ের আর্থিক হিসাব চাওয়ায় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের সাথে মারমুখী আচরণ করে থাকেন।
মানববন্ধনে আরও বলা হয় যে, প্রধান শিক্ষক সাইদুর বিভিন্ন খরচের অযুহাতে প্রতি মাসে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে কোর পূর্বক মাসিক টাকা আদায় করে থাকেন। ক্ষমতার অপব্যবহার করে কিছু শিক্ষক ও কর্মচারীদের তার পারিবারিক কাজে ব্যবহার করেন। একজন এমপিও ভূক্ত শিক্ষকে বিভিন্ন ভয় দেখিয়ে দীর্ঘ ৯ মাস স্কুলে আসতে বাধা দিয়েছেন। এছাড়া
বিদ্যালয় পরিচালনা পর্ষদের পূর্বের কমিটির সময় স্কুলের অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়ে বিদ্যালয় উন্নয়নের কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তিনি সরকার নির্ধারিত শিক্ষক কর্মচারীদের বাৎসরিক নির্ধারিত ২০ দিনের প্রাপ্য ছুটি চাইলে তিনি শিক্ষক কর্মচারীদের নানা হয়রানি করে থাকেন। এছাড়া অফিস কক্ষে তামাক ও গুল জাতীয় নেশাদ্রব্য ব্যবহার, মহিলা সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, সভাপতিকে গুরুত্ব না দেওয়া, অভিভাবকদের প্রতি অসৌজন্যমূলক আচরণসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। মানববন্ধনটি দুপুর ১.৩০ মিনিটে শেষ হয়।
মানববন্ধনসহ সার্বিক বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান যে, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিবে, আমি তা মেনে নিব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।