রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ডেপুটি কমান্ডার, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিলের দ্বিতীয় প্রয়ান দিবসে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০.০০ টায় ‘আমাদের গ্রাম’ ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টারের উদ্যােগে শ্রীফলতলা আবাসন প্রকল্পে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টারের যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদারের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মসূচী সংগঠক শেখ সাদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম, প্রকল্পের উপদেষ্টা শেখ বজলুর রহমান, (অবঃ) জেলা জজ শেখ জালাল উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম সম্রাট, ডা. দীবা হালদার, আফসানা রহমান, আকলাকুর রহমান, মহুয়া সুলতানা, সুমিত মন্ডল, আলামিন শেখ, খাদিজা খাতুন, নাঈমুল হক প্রমুখ।
এসময় আবাসন প্রকল্পে বসবাসরত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরিক্ষা নিরীক্ষা পূর্বক চিকিৎসা সেবা দেওয়া হয়।
মল্লিক মো. জামান
রামপাল, বাগেরহাট।