রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসা ও পবিত্র শহর জেরুজালেমে অবৈধ ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ অক্টোবর) বিকাল ৫ টায় গিলাতলা যুব সমাজের আয়োজনে উপজেলার গিলাতলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গিলাতলা বাজারসহ পাশ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে গিলাতলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাজারের ব্যাংকের মোড় শেষ করে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গিলাতলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান, হাফেজ শাহ জালাল, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোঃ রাজিবুর রহমান লিটন, সমাজ সেবক গাজী রাসেল, হাফেজ আবু হুরায়রা নোমান সহ অত্র অঞ্চলের ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা মসজিদুল আল আক্বসা এবং জেরুজালেমে ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।