রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জন্মদিন উপলক্ষে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ন্যাসী বাজার বালুর মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
মল্লিকেরবেড় ইউনিয়ন অওয়ামী লীগের সভাপতি মুজিবর তালুদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দে পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার রিনা সুলতানা।
এ ছাড়াও আলোচনা সভায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। দেশের এ চলমান উন্নয়ন বিএনপি জামায়াত সহ্য করতে পারছে না। তারা দেশকে ধ্বংসের পরিকল্পনায় লিপ্ত আছে। তারা কোনদিন চায়না দেশের মানুষ শান্তিতে থেকে দু বেলা দু মুঠো ভাত খেয়ে নিশ্চিন্তে বসবাস করুক। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। বিএনপি জামায়াতের কারো সাথে এক দোকানে বসে চা খাবেন না। তাদের সাথে আত্মীয়তা ব্যাবসা বানিজ্য সব কিছু ত্যাগ করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন টানা পঞ্চম
বারের মতো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।