কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় উপজেলার ফয়লা বাজারস্থ বিএনপি কার্যালয়ে রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের আজকের এই দিনে আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে শহিদ হন রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ অনেক তরুণ। ইতিহাসের পাতায় শুধু ভাষার জন্য আন্দোলনের দ্বিতীয় কোনও উদাহরণ পাওয়া অসম্ভব। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হলে ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের ৬৫তম অধিবেশনে প্রতি বছর ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব আনে বাংলাদেশ। ১৮৮টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানায়।
সভায় সদ্য প্রয়াত রামপাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সেই সাথে সিরাজুল ইসলাম সহ ভাষা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা মৎসজীবীদলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম শোভন, বিএনপি নেতা মুজিবুর রহমান জোয়ার্দার, আমিরুল ইসলাম কুটি, আকবর হোসেন আঁকো, মাহফুজুর রহমান শেখ, ডাক্তার মাজেদ আলী, মারুফুজ্জামান, খলিল শেখসহ স্থানীয় বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।