মল্লিক মো. জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মরণনেশা ইয়াবা পাচারকালে মো. নুরুল ইসলাম ওরফে বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
আটক বাবু উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেল। শনিবার (২৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে খুলনা-মোংলা মহা-সড়কের ভাগা বাজার সংলগ্ন সোহেল’র বরফ কলের সামনে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১৪(চৌদ্দ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে ভাগা বাজারের বরফ কলের সামনে থেকে ইয়াবাসহ বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার(২৬ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।