রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আল আমিন গাজী(৩০) ও মোঃ ফরিদ শেখ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আল আমিন গাজী উপজেলার গৌরম্ভা ইউনিয়নের মৃত লিয়াকত আলী গাজীর ছেলে এবং ফরিদ শেখ উজলকুড় ইউনিয়নের ছোট নবাবপুর গ্রামের মোঃ সিরাজ শেখের ছেলে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড় ৪ টার দিকে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার গোনাবেলাই গ্রামের তালতলা নামক স্থানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে দুই যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুইজনের শরীর থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ ভোররাতে তালতলা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ(২৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।