মল্লিক মোঃ জামান , রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ এপ্রিল) সোমবার সকাল ১১.০০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিবনগর দিবস সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।