রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলা সদরের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইতালি প্রবাসী গাজী বাবুল হোসেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানমের হাতে এ উপহারের ফ্যান তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আওরঙ্গজেব ছোট, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সেখ সাদী, মোঃ রুবেল মোল্লা, সহকারী শিক্ষক সন্ধা রানী মন্ডল, শিপ্রা রানী সাহা, মোঃ হাদীউজ্জামান, খোকন কুমার ঘোষ, নাহিদা খানম, রেহানা খানমসহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও ছাত্রীবৃন্দ। এসময় গাজী বাবুল হোসেন বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়কে বিভিন্ন ধরনের সহযোগীতা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন।