মল্লিক মো. জামান, রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(২৬ জুলাই) বুধবার বিকাল ৪.০০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সন্ন্যাসী প্রাথমিক বিদ্যালয় ও কুমলাই প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। সন্ন্যাসী প্রাথমিক বিদ্যালয় কুমলাই প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সেখ ইদ্রিস আলী, সহকারি শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, মো. আসাদুজ্জামান, শিক্ষক তাপস কুমার পাল, শেখ আহম্মদ আলী, মো. বাইজিদ হোসেন, মোঃ জাহিদুর রহমান প্রমুখ।