রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল প্রেসক্লাবের সদস্যদের সাথে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম'র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ আগস্ট) বুধবার দুপুর ১.০০ টায় ওসি মহোদয়ের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রামপাল থানার ওসি উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এছাড়া তিনি রামপাল থানায় যোগদানের পর থেকে মাদকের বিষয়ে তার নেওয়া কঠোর পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন যে, তিনি যোগদানের পর থেকে অসংখ্য মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে গ্রেফতার করেছেন এবং অন্যদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি তার সকল কাজে রামপাল প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা করার আহবান জানান।
রামপাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ রামপালের আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অনলাইনে জুয়া খেলা নিয়ন্ত্রণসহ সকল বিষয়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সভাপতি হাওলাদার আব্দুল হাদী, সহ-সভাপতি এফ, এম, আতিয়ার রহমান, প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ, সিনিয়র সদস্য মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বকতিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ইয়াছিন রাজু, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সদস্য প্রভাষক শেখ শাহ নেওয়াজ, এ্যাড. চয়ন মন্ডল, মো. আসাদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনার আলো'র রামপাল প্রতিনিধি কল্লোল বিশ্বাস, দৈনিক খুলনা'র রামপাল প্রতিনিধি মল্লিক মো. জামান, দৈনিক মুক্তি'র রামপাল প্রতিদিন মো. আকাশুজ্জামান শেখ, সাংবাদিক অতীপ মন্ডল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।