প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৪, ২:৫৩ পি.এম
রামুতে বৌদ্ধ বিহারের দুর্বৃত্তদের আগুন
তৌফিকুল ইসলাম লিপু, কক্সবাজার
কক্সবাজারের রামুতে শুক্রবার রাতে একটি বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে ‘অজ্ঞাত দুর্বৃত্ত’রা। আগুনে বৌদ্ধ বিহারের কাঠের সিঁড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকার রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরি ‘উসাইচেন বৌদ্ধ বিহারে (বড় ক্যাং)’ পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন।
রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভিতরে থাকা লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। এলাকাবাসীর আগুন নেভানোর চেষ্টার এক পর্যায়ে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তাছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনো নিশ্চিত নয়।
রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা কীভাবে ঘটেছে বা কোন দুর্বৃত্তরা সংঘটন করেছে কিনা পুলিশ তদন্ত করছে।’আগুনে বৌদ্ধ বিহারটির ভিতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com