বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার রাজ্জাক পার্কে বসেছে বিনা লাভের দোকান  পঞ্চগড়ে পলিথিনমুক্ত উদ্যোগ: বেসরকারি পাটকলগুলোকে পাটের ব্যাগ উৎপাদনের আহ্বান মধ্যনগরে খাস জমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিলেও দখলে প্রভাবশালীরা  চট্টগ্রামে বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু পুলিশের পোশাক পরে গরু চুরির আটক চারজন  রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে সালথায় জামায়াত ইসলামির গণসমাবেশ মোংলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে আলহাজ্ব জুলফিকর আলী গ্যাস পাইপ স্থাপন কালে দেয়াল ধসে নিহত ১ আহত ২ বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা হত্যাকান্ডের মূলহোতা মিলন গ্রেফতার বাগেরহাটে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রায়পুরার মানুষের জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন বললেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি

নরসিংদী জেলা, প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

 

নরসিংদী জেলা, প্রতিনিধিঃ

২০০১ এ বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিলো এরপর আমরা ক্ষমতায় আসার পর ইচ্ছে করলে তা প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

শনিবার (২১ অক্টোবর) রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে আয়োজিত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের করণীয় শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নরসিংদী-৫ আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু।

তিনি বলেন, মির্জা ফখরুলরা ২০০১ এ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করতে দেয়নি। তারা শত শত কিশোরীদের ধর্ষণ ও হত্যা করেছে। সেই মির্জা ফখরুলের মুখে শুনা যাচ্ছে পূজাতে গন্ডগোল হতে পারে। অর্থাৎ তারাই গন্ডগোল করবে।

রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ৫০ বছরের রাজনীতির জীবনে আমি আমার নিজের জন্য কিছু করিনি। সারাটা জীবন আমি রায়পুরার মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। রায়পুরার চরাঞ্চলে বিদ্যুৎ নিতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে।

তিনি বলেন, ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫টি কলেজ ভবন নির্মাণ ও ৮টি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এছাড়াও শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছে ২১টি।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি রাজু বলেন, আগামী পরীক্ষাগুলোতে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে ফেইল করে তাহলে ওই বিষয়ের শিক্ষকের এমপিও বাতিল করা হবে। কোনো স্কুল থেকে যদি শতভাগ পাশ না আসে তাহলে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ রায়পুরা উপজেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।