মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
রাশিয়ার প্রেসিডেন্ট মি. ভ্লাদিমর পুতিন কে রাশিয়ার লৌহ মানব আখ্যায়িত করে বাংলাদেশ থেকে মুহাম্মদ আলী একটি স্মারক প্রদান করেন।
ঢাকা নিযুক্ত রাশিয়ার ডেপুটি চীপ কাউন্সিলর একাতেরিনা সেমেনোভার কাছে স্মারকটি হস্তান্তর করেন মুহাম্মদ আলী।
এই স্মারক প্রদান কালে মুহাম্মদ আলী বলেন, রাশিয়া এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমার পছন্দের একজন মানুষ। বিশেষ করে বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ইসলাম ধর্ম সহ সকল ধর্মের প্রতি সহিংসতামুক্ত ভাবে দেশ পরিচালিত হচ্ছে সেই কাজটিকে আমার পছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই আমি আমার পক্ষ থেকে ভ্লাদিমির পুতিন কে রাশিয়ার লৌহ মানব হিসেবে আখ্যায়িত করছি ; এটি আমার একান্তই ব্যক্তিগত বিষয়।
এই সময় তিনি আরও বলেন রাশিয়া ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেই বিষয়টি আমার সবচেয়ে বেশি হৃদয়ে অনুভূতি যুগিয়েছে। তাই আমার পক্ষ থেকে ভ্লাদিমির পুতিন কে একটি স্মারক প্রদান করে ভালবাসার বহিঃপ্রকাশ করছি।
এই সময় তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশ যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একে অপরের পাশে থাকছে সেই সম্পর্ক যাতে আগামীতে অটুট থাকে সেই প্রত্যাশাও করেন তিনি।
এই সময় তিনি আশা ব্যক্ত করেন এই ছোট্ট উপহারটি মি. ভ্লাদিমির পুতিন স্বাদরে গ্রহণ করবেন।