ইব্রাহিম হোসেন, খুলনা প্রতিনিধিঃ
১২ সেপ্টেম্বর ২০২৩ দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (আগস্ট/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১০ টায় এপিবিএন হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন), ডিআইজি(পশ্চিম), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জ গন
সভার শুরুতেই অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট) জনাব শ্যামল কুমার মুখার্জি, পিপিএম-সেবা এর সঞ্চালনায় আগস্ট ২০২৩ ও জুলাই ২০২৩ এবং পূর্ববর্তী বছরের আগস্ট ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়।
হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মো: মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা বলেন রাষ্ট্রীয় দায়িক্ত পালনে হাইওয়ে পুলিশের সকল সদস্যকে নৈতিকতার সাথে কাজ করার আহ্বান করছি।
হাইওয়ে পুলিশ প্রধান মো: শাহাবুদ্দিন খান, বিপিএম-বার বলেন, মাঠ পর্যায় থেকে শুরু করে উদ্বোধন সকল কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ সেবা গ্রহীতাদের নির্ভেজাল সেবা প্রদানসহ যথাযথ মর্যাদায় দায়িক্ত পালনের জন্য সকলকে নির্দেশ দেওয়া হলো।
তিনি বলেন আরও বলেন হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করে সেবা প্রত্যাশা নিশ্চিত করার পাশাপাশি হাইওয়ে কমিউনিটি পুলিশিং সেন্ট্রাল ফোরাম তৈরি করে রিজিওনাল ও তৃণমূল পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এছাড়াও জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং মহাসড়কে টোকেন বাণিজ্য ও অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশ প্রদান করা হলো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।