আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
আজ মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ কোথাও দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ, আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান।
সৌদি আরবের হারামাইন শরীফাইন তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার।
এর আগে সৌদিআরবে বসবাসকারী সকল মুসলমানদের আজ সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এবং কেউ চাঁদ দেখে থাকলে তার বিস্তারিত তথ্য নিকটস্থ আদালতকে জানাতে বলা হয়েছিল ।
এতে বলা হয় যদি কেউ খালি চোখে অথবা দূরবীন দিয়ে রমজান মাসের চাঁদ দেখে থাকে তাহলে নিকটতম আদালতকে কিংবা নিকটতম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এবং তাদের তথ্যসহ সাক্ষ্য রেকর্ড করতেও বলা হয় ।