আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথার মাদ্রাসা গট্টিতে কিছু দিন অাগে নসিমন ও মাহিন্দ্র দুর্ঘটনায় আহত খারদিয়া মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা আক্তার মুক্তার পাশে দাড়ালো সালথা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দিলেন তার পরিবারের হাতে।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বজলুর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান, প্রধান উপদেষ্টা জনাব রবিউল আলম, সহ-সভাপতি আইয়ুব আলী, সহ- সাংগঠনিক জাহিদুজ্জামান খান,সমবায় সম্পাদক বেলায়েত, মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, পরিকল্পনা সম্পাদক ফয়সাল আহমেদ,মো: তৌহিদুর রহমান মো: সায়েদুর রহমান প্রমুখ।
সড়ক-মহাসড়কে যেসব দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে তার বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার মাহিন্দ্রা। লাইসেন্সবিহীন চালকরা বেপরোয়া গতিতে এ যান চালানোর কারণেই দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন অনেকে।
সকলে জোর দাবি জানান যে নসিমন ও মাহিন্দ্র নিয়ম মেনে চলা চল করার এবং আইন না মানলে আইনের অাওতায় এনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।