প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৪, ২:১১ পি.এম
রোববার ভোটগ্রহণে প্রস্তুত সারা দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য সারাদেশে প্রস্তুত ভোটকেন্দ্রগুলো। এরই মধ্যে এসব কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত।
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারা দেশের দুর্গম এলাকায় আজ যাচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী। বাকি সব কেন্দ্রেও আজ প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার বাদে বাকি সব নির্বাচনী মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে যাবেন। আর ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটগ্রহণের দিন সকালে।বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল ও ভোটের সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করছে।
এরই মধ্যে রাঙামাটির ১৮টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গম এলাকার মোট ২৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার যাচ্ছে আজ।বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল ও ভোটের সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করছে।
এরই মধ্যে রাঙামাটির ১৮টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গম এলাকার মোট ২৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার যাচ্ছে আজ।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, চিহ্নিত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনে জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
বরিশালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজার সদস্য।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, চিহ্নিত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনে জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
বরিশালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজার সদস্য।
ভোট ঘিরে বগুড়া ময়মনসিংহের প্রস্তুত করা হয়ে ভোটকেন্দ্র। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com