বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান টেকনাফ সীমান্তে প্রবেশের সময় ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) একটি সাম্পান জব্দ করেছে টেকনাফ-২ বিজিবির সদস্যরা। এ সময় ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার ভোরে টেকনাফের মুন্ডারডেইল ঘাট থেকে আনুমানিক ৩ কিলোমিটার দূরে সাগরে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার সমাছুল আলম, সৈয়দ আলম ও আক্তার কামাল।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় একটি সাম্পানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নিচে লুকানো একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ- আইস জব্দ করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ক্রিস্টাল মেথ ও নৌকা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।