লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রার্থী মোশাররফ হোসেনের কর্মী এবং স্বতন্ত্র প্রার্থী ইস্কান্দার মির্জা শামীমের ট্রাক প্রতীকের কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ওই আসনের কমলনগর উপজেলার লরেন্স বাজারে দেয়ালে পোস্টার লাগানোর ঘটনায় নৌকার কর্মীকে ১০ হাজার ও ট্রাকের কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে দণ্ডিত কর্মীদের নাম জানা যায়নি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দেয়ালে পোস্টার লাগানো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। দুই প্রার্থীর পোস্টার দেয়ালে লাগানো থাকায় নৌকা প্রতীকের কর্মীর ১০ হাজার ও ট্রাক প্রতীকের কর্মীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।