আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিনিধিঃ
ভারতের একটি আদালত ২০১৮ সালে লাটভিয়ান পর্যটককে ধর্ষণ ও হত্যার দায়ে দুই ভারতীয় নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
৩৩বছর বয়সী লাটভিয়ান মহিলা পর্যটক, যিনি তার বোনের সাথে ভারতে ভ্রমণে আসেন,পরবর্তীতে ১৪ মার্চ ২০১৮ সালে কেরালার দক্ষিণ রাজ্যের একটি রিসোর্ট থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন এবং কোভালাম শহরের একটি বিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন থেকে ৩৮ দিন পর তার মৃত দেহ উদ্ধার করা হয়।
লাটভিয়ান পর্যটক মহিলাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ট্যুরিস্ট গাইডসহ দুইজন ভারতীয় নাগরিককে সেই সময় গ্রেপ্তার করা হয়।
ভারতের তিরুবনন্তপুরম (পূর্বে ত্রিভান্দ্রম) এর একটি দায়রা আদালত গত মঙ্গলবার তাদের দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
তদন্তে জানা যায়, ছয় মাস আগে বিচার শুরু আদালত প্রমাণ পায় যে ভারতীয় নাগরিক উমেশ(৩২)এবং উদয়কুমার (২৮) লাটভিয়ান মহিলা পর্যটককে প্রলুব্ধ করে এবং তাকে ধর্ষণ ও শিরশ্ছেদ করার আগে তাকে প্রচুর পরিমাণে মাদক পান করান ।
তাদের দুজনকেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে নিষিদ্ধ দ্রব্য বিক্রি ও অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালত বলেছে যে অভিযুক্ত এবং দোষী সাব্যস্তদের জৈবিক জীবনের শেষ না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবে।
নৃশংস অপরাধের ফলে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং ভারতীয় সরকারকে বিরল ক্ষেত্রে মৃত্যুদণ্ডসহ ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রবর্তন করতে বাধ্য করে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।