আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
নিখোঁজ হওয়ার তিনদিন পর হামিম ইসলাম(২১) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। বুধবার সকালে তিস্তা নদীর কিনারায় তিস্তা রেল ব্রীজ এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে মর্গে পাঠায়।
গত সোমবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ হন সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবেজ উদ্দিন কসাইয়ের দ্বিতীয় ছেলে হামিম(২১)। নিখোঁজ হওয়ার দুদিন পর তিস্তা নদীর তিস্তা রেল সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। সরজমিনে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার রাত থেকে হামিম নিখোঁজ ছিলো। নিহতের বাবা নবেজ উদ্দিন ও স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,নিহত হামিম জুয়ার সঙ্গে জড়িত ছিল। জুয়া খেলতে গিয়ে সে আর বাসায় ফিরেনি।
নিহত হামিমের প্রতিবেশীরা জানান, তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন তিনি দেখেছেন। এছাড়া তার হাত বাধা ছিল এবং নাক, কান, মাথা এবং বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত পড়ছিল। নিহতের বাবা নবেজ উদ্দিন বলেন, সোমবার মোবাইল ফোনে আমার ছেলেকে কে বা কাহারা ডেকে নেয় তারপর থেকে আর খোঁজ মেলেনি। এরই মধ্যে আজ বুধবার সকালে ছেলের মরদেহ উদ্ধার হয়। ছেলের মৃত্যুর পিছনে যেই জড়িত থাকনা কেনো পুলিশ যেন দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে তিনি এমন দাবি জানান সাংবাদিকদের।
এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ, ওমর ফারুক এর সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।