আরিফুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বুড়িরদিঘী এলাকার আব্দুল মোন্নাফ বিরুদ্ধে ইউক্লিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আব্দুল মোন্নাফ গোপনে রাস্তার পাশে লাগানো দুটি গাছে কেটে নিয়ে যায়। তিনি স্থানীয় হাবিবুর রহমানের মেজো ছেলে বলে জানা গেছে। এছাড়া তিনি একটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
ঘটনা সুত্রে জানা যায় লালমনিরহাট জেলা পরিষদের আওতাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস বাগিচা কার্জিপাড়া রাস্তার জমির পাশে ১৫ বছর আগে গাছ গুলো লাগায় নয়ন নামের এক যুবক। সেই গাছ কয়েকদিন আগে সেই গাছ গোপনে বিক্রি করে দেয় মুন্নাফের কাছে।নয়নের বাবা জানান গাছ গুলো লাগানোর সময় তারা ততটা গুরত্ব দেয়নি যে গাছ গুলো সরকারী রাস্তায় পড়বে। সরোজমিনে গিয়ে জানা যায় নয়নের প্রতিবেশী মোন্নাফ গরুর ঘর বানানোর কথা বলে ৩২০০ টাকা দিয়ে গাছ দুটি ক্রয় করে নেন।
ইউপি সদস্য জাহেদুল ইসলাম আপেল বলেন, রাস্তার পাশে গাছ যে কেউ লাগাতে পারে তবে সেই গাছ কাটতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।আব্দুল মোন্নাফ কারো অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাব খাটিয়ে গাছ দুটি কেটে নিয়ে গিয়ে শহিদুলের স মিলে রেখেছ।আমি এই বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ফারুক বসুরিয়া সহ ডিডিএলজি রফিকুল স্যারকে অবগত করেছি।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে এসিল্যান্ড আবদুল্লাহ আল নোমান রিসিভ করে বলেন উনি নেই আমি ঘটনাটির বিষয়ে কেউ জানান নি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে