আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের মোগলহাট সীমান্ত রেখার ৯২৭ নং পিলার এলাকায় ভারতীয় সন্ত্রাসীদের গুলিতে রফিকুল ইসলাম টেরা (২০) নামের বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ৭ জুলাই দুপুর ২ টার পরে ওই যুবকের মরদেহ উদ্ধার হয়। ঘটনা সুত্রে জানা যায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৯২৭ সংলগ্ন শূন্য লাইনে কুমারটারী নামক স্থানে স্থানীয় এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে স্থানীয় সহ
দিঘলটারী বিজিবি ক্যাম্পে অবহিত করে।পরবর্তীতে মরদেহটি কাছে নিয়ে আসলে পরিচয় শনাক্ত হয়। নিহত ওই যুবকের নাম রফিকুল ইসলাম (২০) তিনি স্থানীয় মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের মৃত হায়দার আলী পাগলার পুত্র।
স্থানীয়রা আরও জানান নিহত ব্যক্তিকে রবিউল ও সোহেল নামে আরও দুই যুবক আজ দুপুরে ভারতীয় অংশের কোচবিহার জেলার দিনহাটা থানার দরিবাস এলাকায় প্রবেশ করান। সেই সময় ভারতীয় অংশে সন্ত্রাসীদের একটি গ্রুপ ওত পেতে থাকে। রফিকুল সীমান্ত রেখার একটি পাটখেতে যাওয়া মাত্র তাকে সন্ত্রাসীরা তাকে গুলি করে ভারতের অভ্যন্তরে ঢুকে পরে। এসময় সাথে থাকা রবিউল রফিকুলকে কোন রকমে ঘারে তুলে এনে ভেলায় বসিয়ে বাংলাদেশে অভ্যন্তরে নিয়ে এসে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়দের ধারনা সম্প্রতি উক্ত এলাকায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে খুন হওয়া ফকরা বাবুর ভাইয়ের গ্রুপের হাতে রফিকুল নিহত হতে পারেন।
পরে নিহত ব্যক্তির লাশ ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারী ক্যাম্পের সহায়তা আদিতমারী থানা পুলিশ উদ্ধার করে। নিহতের বাড়ী সদর উপজেলায় থাকায় সদর থানার ওসি সহ একটি টীম ঘটনাস্থল প্রদর্শন করে। বর্তমানে মরদেহ আদিতমারী থানায় হেফাজতে রয়েছে। এঘটনায় আগামীকাল ৮ জুলাই বিজিবি ও বিএসএফ মধ্যে একটি পতাকা বৈঠক হতে পারে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।