মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হলদিয়া বাজার সংলগ্ন পশ্চিম পাশের গোয়ালীমাদ্রা বাজার যাওয়ার সড়কের পাশে কৃষি জমি মাটি ভরাটের জন্য পকেট তৈরি করে শ্রেণি পরিবর্তনের অনুমতি পত্র আছে কিনা এই তথ্য সংগ্রহ করতে গেলে জাতীয় দৈনিক পত্রিকা প্রথম সুর্যোদয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা মুন্সীগঞ্জ কাগজের লৌহজং উপজেলা প্রতিনিধি শেখ মোঃ সোহেল রানাকে হুমকি-ধামকি দেয় সদ্য নির্বাচিত লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব বেপারির মামা জমির মালিক শাহিন খান ও চাচাতো ভাই মিন্টু বেপারি।
শাহিন খানকে ফোন করা হলে তিনি উক্ত সাংবাদিককে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমার ভাগ্নে। তার অনুমতি নিয়ে আমি কাজ করতাছি’। উপজেলা চেয়ারম্যান অনুমতি দেয়ার বিধান আছে কিনা জানতে চাইলে শাহিন খান বলেন, ‘চেয়ারম্যান আমাকে কাজ করতে বলেছেন, তিনি দুই দিনের মধ্যে অনুমতি পত্র এনে দিবেন’।
পরে শাহিন খান সাংবাদিক সোহেলকে হলদিয়াস্থ এক দোকানের সামনে ডেকে এনে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শোয়েব বেপারির চাচাতো ভাই মিন্টু বেপারিকে দিয়ে হুমকি দেয়। মিন্টু বেপারি বলেন, ‘মাটি কাঁটার কাজ আমার। তুই কেন শাহীনকে ফোন দিয়ে অনুমতির কাগজ চাস। এ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তোর বড় ধরনের ক্ষতি করবে ফেলবো, ঝামেলায় পরে যাবি। জীবনের মায়া করলে হলদিয়ার বিষয় কিছু লেখবি না। শাহীন আমার লোক, আমার কাজ করে।’
উল্লেখ্য, মিন্টু বেপারি একজন মাদক ব্যবসায়ী ছিলেন। ২০১৯ সালে র্যাব ফেনসিডিলসহ মিন্টু বেপারিকে গ্রেফতার করে (লৌহজং থানা মামলা নাম্বার ১৯। তারিখ ২২/৮/১৯)। বর্তমানে সে জামিনে আছে।
সরকারি বিধান অনুসারে জমির শ্রেণি পরিবর্তন জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জমির শ্রেণি পরিবর্তন পত্র আবেদন করতে হয়।
লৌহজং উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান বি.এম শোয়েব এর সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
সাংবাদিক সোহেল লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান এর সাথে কৃষি জমি শ্রেণির পরিবর্তনে উপজেলা চেয়ারম্যান অনুমতি দিতে পারে কি প্রশ্ন করলে তিনি জানান, সে কখনো পারে না। এটা তার কাজ নয়। কৃষি জমির শ্রেণির পরিবর্তন বিশাল ব্যাপার। অনুমতির আবেদন গুলো ভিন্ন ভিন্ন হয়। শ্রেণির পরিবর্তন আবেদন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহ-সরকারি কমিশনার (ভূমি) আবেদন যাচাই বাছাই করে অনুমতি দিয়ে থাকে।আমি বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।