পিংকি রহমান লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড়নওপাড়া থেকে বেজগাও ইউনিয়নের হাট বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ভোগদিয়া লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে বিলের পানি অপসারণে জলাবদ্ধতা নিষ্কাশন করতে খালের পুনঃখনন কাজ করা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে ঠিকাদারী প্রতিষ্ঠান জান্নাত এন্টারপ্রাইজ ২১ লাখ টাকা বরাদ্দে ২০ হাজার ঘন মিটার, ১২ মিটার প্রশস্ত ৬ ফিট গভীরতা এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এছাড়া খিদিরপাড়া ইউনিয়নে ৪০ লাখ টাকা বরাদ্দে ৪ কিলোমিটার খাল খনন কাজ সম্পন হয়েছে।
বুধবার (১২ এপ্রিল ) সকাল ১১টার উপজেলা প্রশাসন আয়োজিত খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন খালের দুই পাশের অবৈধ স্থাপনা উঠিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন গত তিন তারিখে। যারা ভূমিহীন আছে তাদের ব্যবস্থা পরে করে দেবে বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, মুন্সীগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী অজয় কুমার রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান মো. মনির হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা,কনকসার ইউপি চেয়ারম্যান বিদুৎ আলম মোড়ল, তিন ইউনিয়নের সদস্য ও সাংবাদিক বিন্দ।
সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের প্রায় ৫০ ফিট প্রস্থের খাল বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফিটে পরিণত হয়েছে। এবং সম্পুর্ণ খালটি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।