ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ)-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার ধারে থাকা মূল্যবান সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গিয়েছে। গত সোমবার সকালে উপজেলার উত্তর মেদিনীমন্ডল এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের খান বাড়ি-মাওয়া বাজার সড়কের মেদিনীমন্ডল কোরআনিয়া মাদ্রাসা ও হাওলাদার বাড়ি এলাকার মাঝামাঝি অংশে এ গাছ গুলো ছিল। প্রাকৃতিক ভারসাম্য ও রাস্তা ভাঙ্গন রোধে এ গাছগুলো ভূমিকা রাখছিল। গত ৯ সেপ্টেম্বর সোমবার সকালে উত্তর মেদিনীমন্ডল ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল জলিল ডিলারের ছেলে এবং জাতীয়তাবাদী স্বোচ্ছাসেবক দল উপজেলা শাখার আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেলের ছোট ভাই মো. দোয়েল ডিলার ওই রাস্তার ছোট-বড় মোট ২৮টি গাছ ১০ হাজার টাকায় বিক্রি করেন। তার মধ্যে ১৮টি গাছ কেটে ফেলা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত দোয়েল ডিলার বলেন, গাছের ছায়া আমাদের ফসলি জমির ক্ষতি করছিল। তাই গাছ কেটে বিক্রি করেছি।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। বন বিভাগ থেকে লোক পাঠিয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।