শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ পঞ্চগড়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে চারঘাটের লেপ-তোষক কারিগরদের বোয়ালখালীতে তেল চুরি ৩ জন আটক সাতক্ষীরার নিখোঁজের তিনদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ একজন গ্রেফতার রাজগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি মুছা, বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন হুমায়ন সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহ আলম,সম্পাদক এমদাদুল

লৌহজংয়ে অটোরিকশা ছিনতাই চক্রের এক সদস্য আটক।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

লৌহজংয়ে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত বিস্কুট খাইয়ে অটোরিকশা থেকে চালককে ফেলে গাড়ি নিয়ে পালাতে গিয়ে দুই ছিনতাইকারীর মধ্যে ১ জনকে আটক করা হয়েছে আর ১ জন পালিয়ে যায়। সকালে উপজেলার গাওদিয়া থেকে অটোরিকশা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে আনসার সদস্য সম্রাট ও সত্যেন গুপ্ত। অটোরিকশা চালকের নাম হেদায়েতুল ইসলাম। তার বাড়ি শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। অটোরিকশা চোরদের ধরতে গিয়ে সত্যেন গুপ্ত নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
উপজেলা আনসার ও গ্রাম-পুলিশ কর্মকর্তা সঞ্জয় ঘোষ মিটু জানান, রবিবার সকালে দুই আনসার সদস্য অফিসের মোটরসাইকেল নিয়ে ঘোলতলী পাম্পে জ্বালানি তেল আনতে যায়। এ সময় তারা সড়কে বেপরোয়া গতিতে একটি অটোরিকশাকে দেখতে পেয়ে তাঁকে খবর দেন। তখন ওই কর্মকর্তা সদস্যদের অটোরিকশা টিকে অনুসরণ করতে বলেন। আনসার সদস্যদের দেখতে পেয়ে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে থাকে দুই চোর। তখনও জ্ঞান ছিল চালকের। এর পরে চালককে সঙ্গে নিয়ে চোরদের ধাওয়া করে আনসার সদস্যরা। শেষে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর অটোরিকশা ফেলে দৌড় দেয় দুই চোর। এ সময় রাসেল মাদবর নামে এক চোরকে ধরতে পারলেও অন্যজন পালিয়ে যায়। পরে ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লৌহজং থানা পুলিশ জানায়, আটক রাসেলের বাড়ি শরীয়তপুরে। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের পাগলায়। সে পেশাদার অটোরিকশা ও সিএনজি ছিনতাইকারী। এ ঘটনায় লৌহজং থানায় মামলা হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।