এস এম জীবন রায়হান, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে ভয়াবহ আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৩১মার্চ) রাত ২টা ৩০ মিনিট এর সময় পন্ডিতসার বাজার পূর্বপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং প্রায় সোয়া ২ ঘন্টার প্রচেষ্টায় সকাল ৫ টা ২৫ মিনিট এর দিকে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে আনা হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে ধারনা করা হচ্ছে সেলিম এর কনফেকশনারী দোকান এর ফ্রিজ এর শর্টসার্কিট থেকে আগুন লাতে পারে।
স্থানীয়রা জানান, রাত ২টা ৩০ মিনিট এর দিকে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশ পাশের দোকানে। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আশপাশের ৯ টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন , হাসেম বেপারীর সার ঔষধ কিটনাষক ও খৈল ভুসির মাচের খাবার ও ফিট এর দোকান, কালাম মৃধার ওয়ার্কসপ, ছালাম মৃধার ইলেকট্রনিক এর দোকান, আলমগীর খন্দকার এর দর্জি দোকান, শাহ আলম শেখ এর ওয়ার্কসপ, অরুন শীল ও চন্দন শীল এর সেলুন দোকান, বাসার ঢালীর ফলের দোকান, গৌতম পাল এর হোটেল, বিমল গোষ এর পানের দোকান ও সেলিম এর কনফেশনারী। তবে হাসেম বেপারীর সার, ঔষধ, কিটনাষক ও খৈল ভুসির, মাছের খাবার ও পিট এর দোকান বেশি খতিগ্রস্থ হয়েছে বলে সকলের মতামত।
নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নড়িয়া ইউনিট দল তাৎখনিক ঘটনাস্থলে এসে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৯টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চৈন্দ্র বৈদ্য বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে রয়েছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।