কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জঃ
চিরতারুণ্যের দীপ্তময় প্রতীক, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতি আন্দোলনের পথিকৃৎ। জাতির পিতার জ্যেষ্ঠপুত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইটি প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ৫ই আগস্ট ২০২৩খ্রিঃ মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হয়। প্রথম খেলাতে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাব ও নারায়ণগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাব। মুন্সীগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাব জ্বয় লাভ করে।
দ্বিতীয় খেলাটিতে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, পৌরমেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, ক্রীড়া সম্পাদক আয়নাল হক স্বপন, নাছির উদ্দিন উজ্জল। এছাড় অতিরিক্ত জেলা প্রশাসক গণ। অপর দিকে মুন্সীগঞ্জ সোনালী অতীত ফুটবল ক্লাবের মুকুল দাস, সুমন লাল, কাজী বিপ্লব হাসান, রিপন খান, জামাল হোসেন, ছাবু কালাম, ফয়সাল আহাম্মেদ, গবিন্দ, হুমায়ুন, প্রান্ত। সোনালী অতীত টিমকে ১-০ গোলে হারিয়ে মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর দল জ্বয় লাভ করেন।
প্রধান অতিথি জনাব মোঃ আবুজাফর রিপন, মাননীয় জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসলাম খান, পুলিখ সুপার, মুন্সীগঞ্জ ও সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ। জানাব হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মুন্সীগঞ্জ ক্রীড়া অফিসার খাদিজা আক্তার সহ আরো কর্মকর্তা গণ।