বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবীদের শূন্যতা পূরণে কাজ করছে ইডিইউ’

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার পঠিত

মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ

শ্রদ্ধাবনত চিত্তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ইডিইউ ক্যাম্পাসে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের শিকার বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়ে সভা শুরু হয়।
প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

তিনি বলেন, একটি দেশ বা জাতিকে উন্নত করে বুদ্ধিবৃত্তিক চর্চা। এ চর্চায় নেতৃত্ব দেন বুদ্ধিজীবীরাই।

মুক্তিযুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানি হানাদার বাহিনী চেয়েছিলো যুদ্ধশেষেও যাতে বাঙালি জাতি আত্মশক্তিতে বলীয়ান হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এ ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করতে বাঙালির বৌদ্ধিক নেতৃত্ব নিশ্চিহ্ন করতে তারা রাতের আঁধারে হত্যাযজ্ঞে মেতে ওঠে।

ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে জাতিকে মুক্ত করতে না পারলে শহীদ বুদ্ধিজীবী দিবসের মূল উৎকর্ষই আমরা অর্জন করতে পারবো না।
প্রধান বক্তা প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, যে কোনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-বুদ্ধিজীবীদের নিষ্ক্রিয় বা নিঃশেষ করে দেয়া ঘৃণ্যতম কাজ। মুক্তিযুদ্ধে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করারই হীন প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, শহীদ বুদ্ধিজীবীদের শূন্যতাকে পূরণ করার লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বর্তমান প্রজন্মের মাঝে শিক্ষা ও বুদ্ধিজীবিতা গড়ে তুলতে হবে।

রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিন, প্রক্টর আসাদুজ্জামান ও স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক তোফাতুন্নেছা চৌধুরী।

তারা বলেন, পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ষড়যন্ত্রে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছিলো তার রেশ আমরা এখনও বয়ে বেড়াচ্ছি। বিশ্বজুড়ে এখনো বুদ্ধিজীবীদের কলমকে দাবিয়ে রাখা হয়, মুক্তচিন্তাকে স্থবির করে দেওয়ার অপচেষ্টা হয়। চিন্তার ধারাকে বাধাগ্রস্ত করা বুদ্ধিজীবী হত্যার চেয়ে কোনও অংশে কম নয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।