প্রশান্ত বিশ্বাস, যশোর জেলা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ঘোষ পাড়ায় দূর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে বিচালী সহ একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শতখালী ঘোষ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের ঘটনার পর মাগুরা ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, উপজেলার শতখালী ইউনিয়নের শতখালী ঘোষ পাড়ায় বসবাসরত বাবলু কুমার নিয়োগীর একটি ঘরে গরুর খাদ্য ৩০ কাউন বিচালী রাখা ছিল৷ কে বা কাহারা শত্রুতা করে ঐ বিচালীতে আগুন লাগিয়ে দেয়৷ এতে ঘরসহ বিচালী সম্পূর্ণ পুড়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৌরভ শিকদার বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে
প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। খতিগ্রস্ত পরিবারের বাবলু কুমার নিয়োগী, স্বপন ঘোষ, যমুনা ঘোষ, নমিতা নিয়োগী ও অনিতা নিয়োগী সহ আরো অনেকেই জানান শত্রুতা করে আমাদের প্রতিবেশী সহজাতিরা এই ঘটনা ঘটিয়েছে৷ যার প্রমান ছাদে থাকা পানির ট্রাংকি বন্ধ করে দিয়েছে। যাতে আমরা আগুন নিভাতে না পারি৷ যেখানে দূর্বৃত্তদের পায়ের ছাপ স্পষ্ট রয়েগেছে৷ এব্যাপারে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিছি৷ আমরা প্রশাসনের পক্ষ থেকে দসিদের আইনের আওতাই এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি৷
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।