মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান,চট্টগ্রাম প্রতিনিধি
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া জানালীহাট দায়রা শাখার ব্যবস্থাপনায় ত্বরিকত ভিত্তিক বাৎসরিক সাংগঠনিক মাহফিল ২৬ নভেম্বর রবিবার বাদে মাগরিব সংগঠনের দায়রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ রিদুয়ান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুছ মিয়া কোম্পানি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সহ সভাপতি আলহাজ্ব শওকত গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন, মধ্যম গহিরা শাখার সাধারণ সম্পাদক কে এম মুবিন, পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া। আলোচক ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা সৈয়দ মোহাম্মদ মোবারক উদ্দিন।
উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ বাবুল, মোহাম্মদ হাছান, মোহাম্মদ আজগর আলী, আলহাজ্ব মহরম আলী, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ ইউসুফ মিয়া, মোহাম্মদ মনছুর আলম, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ কামরুলসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ