মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা দায়রা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ ও ত্বরিকত ভিতিক বাৎসরিক সাংগঠনিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার বাদে মাগরিব সংগঠনের দায়রা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুচ মিয়া কোম্পানি। সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ এমদাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদের পরিচালনায় আলোচক ছিলেন উপজেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম সম্পাদক মোহাম্মদ আলী আকবর মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) নোমান আল এমরান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সওদাগর, মোহাম্মদ নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য এম এম আবু তৈয়ব, মোহাম্মদ জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, রফিকুল আলম বাছা, নুরুল আলম গুন্নু, আব্দুস সালাম, নুরুল আলম বালি, কবির আহমদ, ওসমান আলী, আবু জাফর, কাশেম সওদাগর, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ শফিসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।