সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (র.) এর পবিত্র ওরস মোবারক ও রাজারগাও শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পবিত্র গঙ্গাস্নান ও বারুণী মেলা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১শে) মার্চ সকাল ১১:৩০ উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি,অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন,বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, শাহ আরেফিন (র.) মোকাম পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক আলম সাব্বির,সাংবাদিক আবুল কাসেম,রুকন উদ্দিন, শওকত হাসান, মনিরাজ শাহ, ওশাহ আরেফিন (র.) মোকাম পরিচালনা কমিটি ও শ্রী শ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান,করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, পবিত্র মাহে রমজানের কথা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে,কোনো প্রকার সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, কারো ধর্মের উপর আঘাত করা যাবে একজন আরেকজনের ধর্মের প্রতি সহনশীল হতে হবে, সিসি ক্যামেরা দ্বারা চারপাশ গেরা থাকবে,কোনো দুষ্কৃতিকারী ঝামেলা করতে চাইলে সাথে সাথে প্রশাসন তার কাছে চলে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন,ওরস শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার লক্ষ্যে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা অতীতের তুলনায় আরও বেশি গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে, প্রশাসন সবসময় প্রস্তুত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।