শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
দুর্গম হাওরাঞ্চলের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিক্ষা কার্যক্রম পরিদর্শন করতে এসে, একাধিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ঢুকে, শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করে, শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করতে পাঠ্যভ্যাস থেকে প্রশ্ন করেন। এবং শিক্ষার্থীদেরকে নিজেই পাঠদান করলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোমানা আলী (এমপি)।
আজ সোমবার (১১ই মার্চ) সকাল ১১টা থেকে দুপুর অবধি সময়ে উপজেলার সদর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উমেদপুর- সূর্যের গাও- আনন্দ নগরসহ একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি শিশু শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জাতীয় সংঙ্গীত গাইলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ফেব্রুয়ারীতে যাঁরা মায়ের ভাষার সম্মান রক্ষায় আত্মবলিদান করেছেন। সেই সকল মহান বীরদের নাম উল্লেখ করেন, রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউলসহ নাম না জানা শহীদের স্মৃতি অম্লান করে রাখতে । শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরে করতালি দিয়ে ও ধন্যবাদ জানান তিনি। এছাড়াও শিশুদের নিয়মিত স্কুলে আসতে উদ্বুদ্ধ করনের কথা বলেন । এছাড়াও শিক্ষকদেরকে সঠিক সময়ে স্কুল এসে পাঠদান ও নির্ধারিত সময়ে স্কুলে আসা যাওয়ার ব্যাপারে হুশিয়ারী দেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ এড রঞ্জিত চন্দ্র সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর জাহান খাতুন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক মণীষ চাকমা, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, আলমগীর হোসেন খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা প্রমুখ।
এসময় সাংবাদিকদের প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, আমরা জানি সুনামগঞ্জ একটি হাওরবেষ্টিত অঞ্চল। বন্যার সময় এই অঞ্চল পানির নিচে থাকে। তাই সুনামগঞ্জকে প্রাধান্য দিয়েই আমরা এখানে এসেছি। আমরা সুনামগঞ্জ থেকেই কাজ শুরু করবো। এখানে ইতিমধ্যে অনেক ভবন নির্মাণ হয়েছে, আরো অনেক ভবনের প্রয়োজনীয়তা রয়েছে। যে প্রতিষ্ঠানগুলোর ভবন জরাজীর্ণ সেই প্রতিষ্ঠানগুলোতে দ্রুত কাজ করা হবে। প্রত্যেকটি স্কুলে মিড-ডে মিল চালু হবে এটি প্রক্রিয়াধীন আছে।
আগত শিক্ষা প্রতিমন্ত্রী বেগম রোমানা আলীকে, ফুল দিয়ে বরণ করেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এড রঞ্জিত চন্দ্র সরকার। এসময় সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানঁ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক আলী মুর্তজা সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, আলমগীর হোসেন খোকন প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।