উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই শারদিয়া দূর্গা পূজা উপলক্ষে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় পূর্ণরূপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। তাইতো প্রতিমা তৈরিতে প্রায় সব প্রতিমালয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কিছু মন্ডপে চলছে খড়ের কাজ আবার কোথাও চলছে মাটির কাজ। অনেক মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ। আগামী ২০ অক্টোবর শুরু হবে হিন্দু ধর্মাবলম্বিদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদিয় দূর্গাপূজা। এরই মধ্যে শুরু হয়েছে সাজ সাজ রব। দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমন বার্তা। আগামী ১৪ অক্টোবর শনিবার মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শোনার অপেক্ষায় ভক্তকূল। সকালে শিউলি কুড়ানোর সময়টায় মাতৃ বন্দনায় মিলিত হবেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই দূর্গা পূজা উপলক্ষে দক্ষ কারিগররা দিন-রাত কাজ করেই চলেছেন। তাদের হাতের শৈল্পিক ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠছে প্রতিটি প্রতিমা। দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি মন্ডপেই প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। প্রতিমা গড়ার কারিকররা খড় আর কাদামাটির মিশ্রণে দুর্গার পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন একাগ্রচিত্তে। মন্দিরে মন্দিরে ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের প্রতিমা গড়তে। ব্যস্ততার এ চিত্র চোখে পড়ে রাজগঞ্জ মোবারকপুর ঘোষপাড়া সর্বজনীন পূজা মন্দিরের প্রতিমালয়ে। উৎসবের পুর্নতা পায় যাদের হাতে, সেসব প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন কিছু মন্ডপে চলছে খড়ের কাজ আবার কোথাও চলছে মাটির কাজ। অনেক মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ। এক এক জন ভাস্কর ৪ থেকে ৫ টি স্থানে প্রতিমা তৈরির কাজ করছেন। তবে চাহিদার তুলনায় মজুরি কম হলেও বাপ-দাদার আদি পেশা টিকিয়ে রাখতেই কাজ করছেন বলে জানান শিল্পীরা। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমা গড়তে হবে। তাই দম ফেলার ফুরসত নেই তাদের। পূজার ১০ দিন আগে থেকে রংয়ের কাজ শুরু করবেন তারা। পূজার আগে সব প্রতিমার কাজ শেষ করবেন বলে জানালেন শিল্পীরা। ঘোষপাড়ার প্রতিমা শিল্পীরা বলেন, এখন কিছু মন্ডপে চলছে খড়ের কাজ আবার কোথাও চলছে মাটির কাজ। অনেক মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষায় রয়েছে রঙের কাজ। পূজার ১০ দিন আগে থেকে রংযের কাজ শুরু হবে। পূজা শুরুর তিন চার দিন আগেই প্রতিমা তৈরির সব কাজ শেষ হবে। মোবারকপুর ঘোষপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি আনন্দ কুমার ঘোষ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সব ধর্ম বর্নের সহযোগিতায় এ বছরও ব্যাপক আড়ম্বরের সাথে দুর্গাউৎসব পালন করা হবে। অত্যন্ত আনন্দ মুখর ভাবে সকল ধর্ম বর্নের মানুষ মিলে মিশে সুন্দর ভাবে এ পূজা উদযাপন করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।