আলী আজীম, মোংলা (বাগেরহাট):
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি ভিন্ন ভাবে পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “শেখ আব্দুল হাই ফাউন্ডেশন”।
শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শেখ হাসিনা আবাসনের শিশুদের নিয়ে “আউট অফ চিল্ড্রেন সি ডপ প্রকল্পের মাছমারা উপানুষ্ঠানিক বিদ্যালয়” শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, সকল শিশুর অধিকার সুন্দর ভাবে বাঁচিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী প্রজন্মের শিশুদের সোনালী ভবিষ্যত ও মাদক মুক্ত বাংলাদেশ
উপহার দেয়ার জন্য সকল অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি সহ শিশুদের প্রতি বেশি বেশি যত্নশীল হওয়ার জোরালো দাবি জানান। সেই সাথে পথশিশুদের আবাসন প্রকল্পের সুবিধার আওতায় নিয়ে আসা সহ সকল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে শিশু ও নারী বান্ধব দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় স্বেচ্ছাসেবক মোঃ সুজন, আব্দুল্লাহ আল আমিন সানি, মোঃ পারভেজ খাঁন, দুলাল, স্থানিয় গন্যমান্য ব্যক্তি ও আউট অফ চিল্ড্রেন সি ডপ প্রকল্পের মাছমারা উপানুষ্ঠানিক বিদ্যালয়ের সকল শিশুরা উপস্থিত ছিলেন।