আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসীম এর পিতা শেখ আব্দুল হাই এর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় পৌর শহরের শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং সাইট সেভার্স ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন কর্তৃপক্ষের সহযোগিতায় এ ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ফ্রি এ চক্ষু সেবা ক্যাম্পে প্রায় ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি ও লেন্স স্থাপনের জন্য বাগেরহাট পাঠানো হয়েছে।
এসময় মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর মহিলা আ’লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, স্থানীয় নের্তৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলা পৌর মহিলা আ’লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই বলেন, মোংলা উপজেলা শ্রমিক অধ্যুষিত ঘনবসতিপূর্ন এলাকা। এখানে অনেক অসহায় মানুষ দারিদ্র্যতার কারণে চোখের চিকিৎসা করাতে পারেন না। অনেকে তাদের চোখের দৃষ্টি শক্তি হরিয়ে ফেলেন। তাদের এই দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য দৃষ্টিদান চক্ষু হাসপাতাল ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মোংলাবাসীর জন্য এই কেন্দ্রটি আমার নিজস্ব অর্থায়নে করেছি। যাতে করে তারা পৃথিবীতে থেকে পৃথিবীর আলো দেখে যেতে পারে।