আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ১৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আব্দুল্লা্হ্।
মঙ্গলবার ২৭ আগষ্ট সকাল ১১ টার দিকে আল-মুসলিম গ্রুপের কনফারেন্স রুমে আর্থিক সহায়তা প্রদান করেন।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়াও মোনাজাত করেন।
এ-সময় আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আব্দুল্লাহ্ শোকাহত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জ্ঞাপন করে চাকরি প্রদান সহ তাদের পাশে থেকে সহায়তার করার অঙ্গীকার করেন।
ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদ,মুগ্ধ,ইয়ামিন সহ সবার স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানের সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ এবং অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর জামাল উদ্দিন,ফার্মেসী বিভাগের প্রফেসর মাসুম শাহরিয়ার, প্রফেসর শারমিন আক্তার শিমু,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক অর্ণব,ইমন,সাভারে ট্যাংকে গুলিবিদ্ধ শহীদ ইয়ামিনের বাবা,আল-মুসলিম গ্রুপের সম্মানিত পরিচালক বৃন্দ,প্রশাসন ও প্রোডাকশন বিভাগের জিএম,বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের সম্মানিত পিতা-মাতা,আহত ছাত্র-জনতা ও তাদের পরিবার বর্গ।
শেখ মোঃ আব্দুল্লাহ্ আল-মুসলিম গ্রুপের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নিহতদের পরিবারকে ৫০ হাজার এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।