আলী আজীম, মোংলা (বাগেরহাট)
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাদেশে সমন্বিত উন্নয়ন সাধিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারি) বিকালে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার সোনাইলতলা ইউনিয়ন আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র আরো বলেন, বিশ্বের জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ-বিগ্রহের চিত্র আমরা টেলিভিশনে দেখি, খবরের কাগজের পাতায় পড়ি। আমাদের দেশে ১৫ বছর ধরে শান্তি আছে, দেশ এগিয়ে চলেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। আর তার প্রচেষ্টায় আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিদেশিদের কাছে পরিচিতি লাভ করেছে। ভয়-ভীতিতে মানুষ আতঙ্কিত হয়নি বরং কনকনে শীতের সকালেও ভোট দিতে যাওয়ায় এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে সুচারু দায়িত্বপালনে তাদের আশীর্বাদ কামনা করেন।
সোনাইলতলা ইউপি আ’লীগের সভাপতি সরদার হুমাউন কবির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর শেখ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন।
এছাড়া সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে কর্মী সভা বিশাল জনসভায় পরিণত হয়।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২