উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে, এদেশ নিরাপদ থাকে, শেখ হাসিনা মানে বাংলাদেশ। বাংলাদেশ মানে শেখ হাসিনা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগে আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আওয়ামী যুবলীগের ঝাঁপা ইউনিয়ন শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আকবার আলী, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, তরুণ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, সিরাজুল ইসলাম, গোকুল কুমার রায়, উপজেলা যুবলীগের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন। প্রতিমন্ত্রী অনুষ্ঠান শেষে ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডম পরিদর্শন করেন।