পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার জালাসিপাড়া এলাকার বাসিন্দা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই-এর ছেলে শাহীন আলম আশিক শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী শাহীন আলম আশিক সুবিচারের আশায় আদালতের দারস্থ হয়েছেন।
মামলার এজাহারে উল্লেখিত অন্যান্য আসামিদের মধ্যে আছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, বিপেন চন্দ্র রায়, মোশারফ হোসেনসহ মোট ৮৭ জন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহবানে স্থানীয় নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোঁটা নিয়ে বিএনপি কার্যালয়ে সমাবেশে যোগ দিতে আসা হাফিজাবাদ ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় মারাত্মকভাবে আহত হন আবু আলম মুহাম্মদ আব্দুল হাইসহ বেশ কয়েকজন।
মামলার বাদী শাহীন আলম আশিক জানান, চলতি বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তবর্তীকালীন সরকারের সময়ে তাদের ওপর সংঘটিত এই হত্যাচেষ্টার সুবিচার পাবেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।