বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে একাদশ শ্রেণির পাঠদান উদ্বোধন এবং শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১লা ফেব্রুয়ারী সকাল এগারোটায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
সহকারী অধ্যাপক সালমা খাতুন এবং প্রভাষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানিম তাসনিম এগ্রো ফিশারিজ লিমিটেড। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। অতঃপর দলগত সঙ্গীত পরিবেশনা এবং গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদেরও বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত ছাত্র মোঃ পারভেজ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী উষ্মে হানি। আগত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী সোনালী ব্যাংক, গৌরম্ভা বাজার শাখার শাখা ব্যবস্থাপক শেখ রাসেল আহম্মেদ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব সরদার, ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওবায়দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিক আলী। অধ্যক্ষ মহোদয় ছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন- সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাশ, প্রভাষক উত্তম কুমার দাশসহ প্রমূখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।