মোঃ লিটন হোসেন মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
গজারিয়া উপজেলা আসছে ২ নভেম্বর মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে। চায়ের দোকানে আড্ডার ফাঁকে চলছে প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনা। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। কাক ডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন , চালাচ্ছেন প্রচারনা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রতিদিনই প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে পরামর্শমূলক সভা, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং করে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী ২ নভেম্বর বুধবার হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলবে। তারমধ্যে প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৪ জন প্রার্থী। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন মনিরুল হক মিঠু, অন্য দিকে সতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিক নির্বাচন করছেন হাজি মাহবুব হোসেন মূলত এই দুইজনে মধ্যে মূল লাড়াইটা হবে।
চেয়ারম্যান প্রার্থীরা জানিয়েছেন, প্রতিদিনই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক প্রার্থী প্রচার চালাচ্ছেন। ভোটাররা তাদের নিজ মেধায় যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে বেছে নেবেন, সেটাই তাদের বিশ্বাস। নির্বাচনি প্রচারে এখন পর্যন্ত ছোট খাটো আপত্তিকর ঘটনা ছাড়া বড় কোনও প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনি। তাদের লক্ষ্য একটা নির্বাচনে বিজয়ী যেই হোক তাকে ইউনিয়ন বাসীর সেবায় একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে হবে।
ভোটাররা জানান, প্রতিবারই নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। এবারও তার ব্যতিক্রম নয়। তাই প্রার্থী বাছাইয়ের আগে জনমত ও মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন এবং নাগরিক সেবায় যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেবেন।
নির্বাচন অফিসার মোঃ- লিটন মিয়া জানান জানান, সুষ্ঠু উপ-নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে, তাই নির্বাচনের আগে প্রস্তুতিমূলক ভোটের মহড়া হবে। প্রার্থীরা নির্বাচনের ৩১ আক্টবর রাত ১২ টা পর্যন্ত তাদের প্রচার প্রচারনা করতে পারবেন। তাছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মাঠে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।