শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

শ্যামনগরের পদ্মপুকুরে রিসার্স ফাইন্ডিংস শেয়ারিং সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

 

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে রিসার্স ফাইন্ডিংস শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ মিলনায়তে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর “দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের এ শেয়ারিং সভায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় ও পরিচালনায় সভাপতিত্ব করেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম।

প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়ন ও সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির ৫টি স্লাম এ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে লক্ষিত এলাকার জনগণের কর্মসংস্থান বৃদ্ধিকল্পে সহনশীল জীবিকায়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এর পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্ট এর পরিচালনায় একটি রিসার্স কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উক্ত রিসার্স এর ফলাফল সকল স্তরের জনগনের মাঝে উপস্থাপন ও সুচিন্তিত মতামত গ্রহন করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ‘রিসার্স ফাইন্ডিংস শেয়ারিং’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সকল সদস্য সহ পদ্মপুকুর ইউনিয়ন এর সকল স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন ও প্রকল্পের সফলতা কামনা করেন ।

ছবি- শ্যামনগরের পদ্মপুকুরে রিসার্স ফাইন্ডিংস শেয়ারিং সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।