শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ পঞ্চগড়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম

শ্যামনগরে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী ও শিখন বিনিময় সভা।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

দাতা সংস্থা অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে রিকল-২০২১ প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১জুন) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প সমন্বয়কারী এস.এম জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, সহযোগী অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান, আশিকুর রহমান, ওয়াল্ড ভীশন’র ডেপুটি অপারেশন ম্যানেজার প্রনতী কস্তা, ফ্রেন্ডশিপ’র আঞ্চলিক ব্যবস্থাপক মো: মিজানুর রহমান সহ সিবিও, ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ।

এসময় প্রকল্প সমন্বয়কারী বলেন, ২০১০ সাল থেকে শ্যামনগর উপজেলার উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটির কাজ করে আসছে নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপখাওয়ানো, যুবদের কর্মসংস্থান, প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন, আইজিএ সহায়তা, নিরাপদ পানি প্রাপ্যতা, জলবায়ু সহনশীল কৃষি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে লিংকেজ করাই ছিল প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। রিকল প্রকল্পের মাধ্যমে কর্মএলাকার ২৪টি সিবিও সমবায় অফিসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করাই ছিল প্রকল্পের বড় সফলতা। সমাপনী সভায় সিবিও সদস্যরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা তাদের সিবিও তে যে সকল উন্নয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করতে যেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তারা বলেন, রিকল তাদের মাথার উপর ছায়া হিসাবে এতদিন কাজ করেছে, রিকল প্রকল্প শেষ হলেও তারা রিকলের অর্জন গুলো ধরে রাখবে ও তাদের চলমান সেবামূলক কাজ গুলো বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহায়তা কামনা করেন।

সমাজসেবা কর্মকর্তা সকলকে সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, রিকল প্রকল্পের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। প্রকল্পের কাজ সম্পর্কে আমি জানি এই প্রকল্পটির অর্জন অনেক। গ্রামীন অবহেলিত নারীরা আজ স্বাবলম্বী তারা অনেক কাজের সাথে যুক্ত হয়ে পরিবারে স্বচ্ছলতা আনতে সক্ষম হয়েছে। কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম বলেন, প্রকল্পটি যে সকল সম্পদ রেখে যাচ্ছে সেগুলো ইউনিয়ন পরিষদ তদারকি করবে ও সিবিও পরিচালনায় কোন সমস্যার সম্মুখীন হলে তাকে জানানোর অনুরোধ জানান।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, রিকল একটা সফল প্রকল্প, এই প্রকল্প তাদের লক্ষ্য কে সামনে রেখে অনেক সেবামুলক কাজ করেছে। নারীরা বর্তমানে সরকারী বেসরকারী দপ্তরে যোগাযোগ করার মত সক্ষমতা অর্জন করেছে, তারা আয়বৃদ্ধি মুলক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে যে কাজগুলো করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি এই ধরনের প্রকল্প আবারও বাস্তবায়নের জন্য দাতা সংস্থার নিকট আনুরোধ জানান। কর্মশালায় সিবিও সদস্য ছাড়া আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনীধি, সাংবাদিক প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি- শ্যামনগরে উপজেলা পর্যায়ে রিকল প্রকল্পের সমাপনী ও শিখন বিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।