নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানের ব্যানারে ছিলো না জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রীর ছবি ৷
এতোগুলো নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নজরে নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন ৷ তার প্রতিবাদে স্কুল থেকে দুইটা ছবি খুলে ব্যানারের উপর টানান স্কুল কর্তৃপক্ষ ৷ ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন নির্মানে শিক্ষা প্রকৌশল বিভাগের ৫ কোটি টাকা বরাদ্দে ঠিকাদার প্রতিষ্ঠান রাফিক ট্রেডাস্ ও আবুল বাসার টেন্ডারটি গ্রহণ করেন ৷ ২০২৩ সালে ভবন নির্মান তৈরি শেষ করেন ঠিকাদার প্রতিষ্ঠান ৷ ১৬ জুলাই ২০২৩ তারিখ ১২ টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় ৷ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ্দ-জামান (সাঈদ), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমশের ঢালী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাছিব শেখ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান সহ অনেকেই ৷ এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সমাপ্তি হয়৷ উদ্বোধন অনুষ্ঠানে সকলের উপস্থিতির মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ছিলো না এটা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলের মাঝে ৷ বিশেষ অতিথি এস এম আতাউল হক দোলন বলেন আমি কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখতে পেলাম উদ্বোধন অনুষ্ঠানের ব্যনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই তাই আমার বক্তব্যে প্রতিবাদ করে আমি বলে ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে (পাঁচ) কোটি টাকা মূল্যে নির্মিত ৫তলা উদ্বোধন হচ্ছে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি নেই এটা খুব দুঃখজনক বিষয়। বিষয়টি নিয়ে এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে তিনি বলেন, বিষয়টি সত্যতা শিকার করে বলেন, তাড়াহুড়ায় মনে ছিলো না৷ উপজেলা চেয়ারম্যান বিষয়টি বলার পর আমি স্কুল থেকে ছবি খুলে ব্যানারের উপর লাগিয়ে দিয়ে ছিলাম।