বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

শ্যামনগরে ভাব বাংলাদেশের ৫দিনের শিক্ষক প্রশিক্ষণ শুরু।

আব্দল আলিম, শ্যামনগরঃ
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

 

আব্দুল আলিম, শ্যামনগরঃ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে ৫দিনের ইংরেজি শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ইংরেজি শিক্ষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. রঞ্জিত পোদ্দার ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার শিক্ষা বিষয়ক পরামর্শক কেএস ইসলাম।

প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শিক্ষকরা হলেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জিল্লুর রহমান, মোরারি মোহন সরদার, মিসেস কামরুন নাহার, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মো. আলমগীর কবির, বি এম শহিদুল ইসলাম, মো. জিয়াউর রহমান, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের সন্দ্বীপ কুমার গায়েন, ব্রজেন্দ্র নাথ মন্ডল, গোবিন্দ চন্দ্র মন্ডল, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের জি এম আলমগীর হোসেন, গোবিন্দ প্রসাদ বৈদ্য, মিনতি রানী মন্ডল, ত্রিপানি বিদ্যাপীঠের মো. আব্দুল্লাহ আল মামুন, নির্মল কুমার মন্ডল, অনাদি কুমার মন্ডল।

এছাড়া ভাব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের অধীনে ৩টি মাদ্রাসা থেকে ৩জন ইংরেজি শিক্ষক অংশ গ্রহণ করেন। মাদ্রাসার শিক্ষকরা হলেন চালিতাঘাটা সিদ্দিকীয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মরিয়ম খানম, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার মো. ইয়াসিন আলী ও রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার মো. ইমরান বাহার। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম ও কম্পিউটার প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।