আব্দুল আলিমঃ শ্যামনগরঃ
সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫দিনের ইংরেজি বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম ও কম্পিউটার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ইংরেজি শিক্ষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. রঞ্জিত পোদ্দার, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার শিক্ষা বিষয়ক পরামর্শক কেএস ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
এছাড়া ভাব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের অধীনে ৩টি মাদ্রাসা থেকে ৩জন ইংরেজি শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকরা বলেন, ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সেখানে যে শিখন ঘাটতি ছিল এই প্রশিক্ষণের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। এখন তাঁরা দক্ষতার সাথে পাঠদান করতে পারবেন।, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষকরা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে এবিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবেন।
প্রশিক্ষণ কার্যক্রমের জন্য বেসরকারি সংস্থা ভাব বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণে সক্রিয় অংশ গ্রহণ ও দক্ষতা মূল্যায়নে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপানি বিদ্যাপীঠ ও সেরা শিক্ষক ত্রিপানি বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের আলমগীর হোসেন ও বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার ইয়াসিন আলীর
হাতে পুরস্কার তুলে দেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।